সূচনাঃ শিক্ষকরা হলেন আমাদের পথ প্রদর্শক, দার্শনিক এবং বন্ধু । আমি আমার সকল
শিক্ষককে পছন্দ করি এবং সম্মান করি। প্রত্যেক শিক্ষকের নিজস্ব একটা যোগ্যতা
আছে তারা আমার জন্য যাহা করেছেন তার জন্য আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ।
কিন্তু আমার প্রিয় শিক্ষক হচ্ছেন জনাব নজুরুল ইসলাম যিনি আমাদের ইংরেজী
পড়ান।
তার শিক্ষাগত যোগ্যতাঃ জনাব নজরুর ইসলাম হলেন ইংরেজীতে এম. এ.এম.এড। আমি শুনেছি যে তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন। কেন
আমি তাকে অধিক পছন্দ করিঃ আমি তাকে অনেক কারণে সর্বাপেক্ষা বেশী পছন্দ
করি। তিনি আমাদের ইংরেজী সাহিত্য পড়ান এবং যে কেউ দেখতে পাবেন যে তিনি তার
বিষয়কে শ্রদ্ধা করেন। আমার প্রিয় শিক্ষকের কন্ঠস্বর সুন্দর। যখন তিনি কথা
বলেন তখন সবাইকে তার কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। যখন তিনি কিছু বলেন আমি
তাহা মনোযোগ দিয়ে শুনি। তিনি একজন আদর্শ শিক্ষক। তাহার মহৎ চরিত্র, কথা
বলার কৌশল এবং শিক্ষাদান পদ্ধতি আমাকে খুব মুগ্ধ করে। তিনি অতিরিক্ত কথা
বলেন না। তাহার কথা বলার বাচন ভঙ্গি সাদাসিদে, স্বতন্ত্র এবং বেগবান। তিনি
আমাদের ক্লাসের নিয়ম শৃঙ্খলা বজায় রেখে চলেন। তিনি দৈহিক শাস্তি প্রদান
করেন না। তাহার হাসিমুখ মিশ্রিত উপদেশ এবং নির্দেশনা আমাদের সকলের মনে ছাপ
ফেলে। তিনি আমাদের সুখ দুঃখে অংশীদার হন। সকল সম্ভাব্য উপায়ে তিনি আমাদের
পথ নির্দেশনা দেন। গরীব ছাত্রদের তিনি বাধা দেন এবং পুনরায় সুন্দর করে গড়ে
তোলেন। এ সকল কারণে আমি তাকে সর্বাধিক পছন্দ করি।
উপসংহারঃ
জনাব নজুরুল ইসলাম হলেন যথোপযুক্ত রুচিসম্পন্ন এক মহৎ লোক । স্বভাবে তিনি
পরিস্কার এবং পরিচ্ছন্ন । তিনি অতি সাধারণ জীবনযাপন করেন। তার মতো একজন
শিক্ষক যে কোন প্রতিষ্ঠানের জন্য গর্ব। অন্যদের মতো আমি তাকে একজন আদর্শ
শিক্ষক হিসেবে দেখেছি। |